শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার', কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী মমতা

AD | ১৪ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে উদ্বোধন বহু প্রতীক্ষীত কালীঘাট স্কাইওয়াকের। এর পাশাপাশি উদ্বোধন হল নবরূপে সুসজ্জিত কালীঘাট মন্দির এবং মন্দিরপ্রাঙ্গন এবং রিফিউজি হকার্স কর্নার। বাংলা নতুন বছরের প্রাক্কালে সোমবার সন্ধ্যায় প্রকল্পগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

সোমবার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সরকারে নেতামন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন, মুখ‍্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মালা রায়, স্নেহাশিস চক্রবর্তী, শিল্পপতি সৃঞ্জয় বোস, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, হর্ষ নেওটিয়া, দেব সঞ্জ‍য় বুধিয়া, জিৎ গাঙ্গুলি, অদিতি মুন্সী, জুন মালিয়া-সহ অন্যান্যরা। 

উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, "আমি অন্য কোনও অনুষ্ঠানে গেলে কটাক্ষ করা হয়। ধর্ম নিয়ে অধার্মিক খেলা কারা খেলেন। মানুষকে ভালবাসার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না। আমরা একা জন্মাই। কীসের দাঙ্গা, কীসের অশান্তি। মানুষকে ভালবাসলে সবকিছু জয় করা যায়। নিজেকে আলাদা করে রাখলে কাউকে জয় করা যায় না। কারও উপর কোনও আঘাত আসে সে অবহেলিত, নির্যাতিত হোক বা বঞ্চিত হোক আমরা সকলের পাশে দাঁড়াই। শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবার আছে। আইন কখনও হাতে তুলে নেবেন না। আইনের জন্য আইনের রক্ষকরা রয়েছেন। আইনের ভক্ষকদের দরকার নেই। কোনও প্ররোচনায় পা দেবেন না। বাংলার মাটি শান্তির মাটি, সোনার চেয়েও খাঁটি।" 

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, নতুন স্কাইওয়াক তৈরির কারণে অনেক হকারদের কাজ চলে যেতে পারত। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিকল্প ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছিল। একবছরের জন্য হাজরা পার্কে হকার্স কর্নার বানিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে তাঁরা নবনির্মিত হকার্স রিফিউজি কর্নারে আবার নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন।

বক্তব্য রাখার পর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রিমোটের সাহায্যে তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন মমতা। প্রথমে, নবরূপে সুসজ্জিত কালীঘাট মন্দির এবং মন্দির প্রাঙ্গনের উদ্বোধন করলেন। এরপর নবনির্মিত স্কাইওয়াক এবং সব শেষে হকার্সদের জন্য তৈরি রিফিউজি হকার্স কর্নারের উদ্বোধন করেন। এর পর ফিতে কেটে স্কাইওয়াকের উদ্বোধন করে উঠে গোটা পথ ঘুরে দেখেন। এরপর পুজো দেন কালীঘাট মন্দিরে। 

নির্মাণকাজে নানা বিলম্বের কারণে বারবার পিছিয়েছে কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের দিন। অবশেষে স্থির হয়েছিল ১৪৩২ বঙ্গাব্দ শুরু আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন স্কাইওয়াকের উদ্বোধন করা হবে। অবশেষে সেটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

২০১৮ সালে স্কাইওয়াকের জন্য অর্থ বরাদ্দ করা হলেও, কাজ শুরু হয় ২০২১ সালে। তৃতীয় বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী কালীঘাটের স্কাইওয়াক তৈরির নির্দেশ দেন। কাজ শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও, নিকাশি নালা ও পাইপলাইনের সমস্যার কারণেও বিলম্ব ঘটে। কালীঘাট স্কাইওয়াক নির্মাণে প্রাথমিক বাজেট ছিল ৭৭ কোটি টাকা। তবে কাজের বিলম্বের কারণে খরচ বৃদ্ধি পেয়ে প্রায় ৯০ কোটি টাকায় পৌঁছেছিল। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এবং সাড়ে ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকটি ব্যবহার করে পুণ্যার্থীদের মন্দিরে পৌঁছতে সুবিধা হবে।


Kalighat SkywalkKalighat TempleMamata Banerjee

নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া